সকল মেনু

শাকিব খানের ‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি

হটনিউজ ডেস্ক:

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘গলুই’ সিনেমায় অভিয়ন করেছিলেন অভিনেত্রী পূজা চেরি।তারপরই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন রটে ঢালিপাড়ায়।সেই গুঞ্জনের ঢালপালা আরো মেলতে থাকে যখন সরকারি অনুদানে ‘মায়া’ সিনেমায় নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেন শাকিব খান।

তবে সম্প্রতি হঠাৎ পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর থেকেই অনুমান করা যাচ্ছিল যে শাকিব খানের ‘মায়া’ সিনেমা হারাচ্ছেন পূজা।এবার এ বিষয়ে মুখ খুললেন পূজা।তবে শাকিব এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার আগেই নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নিলেন হালের এই ক্রেজ অভিনেত্রী।

রোববার সন্ধ্যা পৌনে সাতটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে পূজা লিখেছেন, ‘কিছু অনলাইনে দেখছি মায়া সিনেমায় আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’

পূজা আরও লেখেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে জাজের কাছে ক্ষমা প্রার্থনা করে পূজা লেখেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আবদুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করবেন।’

উল্লেখ্য, আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ সিনেমার সূত্র ধরে জাজের সঙ্গে বিচ্ছেদ ঘটে পূজার। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে গেলেন তার পুরোনো ঘরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top