সকল মেনু

৭০০ গোলের মাইলফলকে মেসি, জিতল পিএসজি

হটনিউজ ডেস্ক:

স্মরণীয় এক রাতের মুখোমুখি হলেন লিওনেল মেসি। রবিবার দিবাগত রাতে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ম্যাচের ২৯ মিনিটে গোলটি করে এই আর্জেন্টাইন জাদুকর ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক।

এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি গোল করেছেন মেসি। সবমিলিয়ে এ পর্যন্ত পিএসজিতে মেসির গোল সংখ্যা ২৮।

মেসির মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য বেশি আলো ছড়িয়েছেন এমবাপ্পে। মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে তিন গোলেই অবদান আছে এমবাপ্পের। ফরাসি ফরোয়ার্ড নিজে জোড়া গোল করেছেন, আর অবদান রেখেছেন মেসির করা গোলেও।
লিগ ওয়ানের ম্যাচে ৩-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৭০৯।

তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেলে ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top