সকল মেনু

ঢাবিতে সংঘর্ষ, ছাত্র অধিকারের সম্মেলন পণ্ড

হটনিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। ছাত্র অধিকার ও ছাত্রলীগের মধ্যে দুই দফা সংঘর্ষে সম্মেলন পণ্ড হয় বলে জানা গেছে। ছাত্র অধিকার পরিষদ অভিযোগ করেছে, ছাত্রলীগের হামলার কারণেই তাদের সম্মেলন পণ্ড হয়েছে। সংঘর্ষে ছাত্র অধিকার পরিষদের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছে ছাত্রসংগঠনটি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, এই হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরও অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা টিএসসি আসার আগেই সেখানে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা পিছু হটতে থাকলে তাদের ওপর অতর্কিতে হামলা শুরু করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top