সকল মেনু

ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর ৩ জনকে জীবিত উদ্ধার

হটনিউজ ডেস্ক:

তুরস্কে ভূমিকম্পের ৮ দিন পেরিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যাচ্ছে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের আশা। তবে, মঙ্গলবার ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর দুই ভাইসহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আল-আরাবিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর মুহাম্মদ ক্যাফার নামে ১৮ বছরের এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। সিএনএন তুর্কের খবরে দেখা যায়, আদিয়ামান প্রদেশে ক্যাফারকে উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে আসছেন উদ্ধারকারীরা। পরে তাকে এ্যম্বুলেন্সে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে নড়াচড়া করতে দেখা যায়নি।

এর অল্প সময় আগে তুরস্কের কাহরামানমারস প্রদেশ থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু জানিয়েছে, ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনার ও তার ভাই ২১ বছর বয়সী বাকি ইয়েনিনারকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারির কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top