সকল মেনু

ফুলবাড়ীতে দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে জব্দকৃত দুই কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে রিজিয়ন রংপুর সদর দপ্তরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান বিপিএম (বার) পিএসসি, দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর (পিএসসি), দিনাজপুর জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট মনিরম্নল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ নেওয়াজ, উপ-কমিশনার কাষ্টম এঙ্াইজ ও ভ্যাটের রাজস্ব কর্মকর্তা নজরম্নল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন, বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ১ মে থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৮ মাসে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।

জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ১৫ হাজার ৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, এক হাজার ২০৩ বোতল এমকেডিল, তিন হাজার ৯২২ পিস ইয়াবা বড়ি, ৬৩ কেজি ২০০ গ্রাম গাঁজা, এক হাজার ২৭২ বোতল বিদেশি মদ, ৫৪ দশমিক ২৫ লিটার দেশি মদ, ২০ হাজার ১৬৪ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন, ৪৫ হাজার ৭৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ, ০.০১৭ কেজি হেরোইন এবং ০.০০২ কেজি আফিম। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আদালতের অনুমতিক্রমে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি উল্লেখিত জব্দকৃত মাদকদ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশে ধ্বংস করা হয়েছে।

প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, মাদক ধ্বংসকরণের অনুষ্ঠানটি মাদক নিরাময়ে বড় ধরনের ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এই মাদকের কারণেই আমাদের আগামীর প্রজন্ম ধ্বংস হচ্ছে। জাতি ধ্বংস হচ্ছে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের্ যাব সদস্য, থানাপুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top