সকল মেনু

ঘোড়াঘাটে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

হটনিউজ ডেস্ক:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ঘোড়াঘাট থানার তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১ টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারো পাইকার গড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আমিনা বেগম (৪৫) উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারো পাইকার গড় এলাকার সেকেন্দার আলীর স্ত্রী।

জানা গেছে, পাইকার গড় এলাকায় ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল কলোনি এলাকার মৃত গুলজার মিয়ার ছেলে মিন্টু মিয়া এবং সেকেন্দার আলীর সঙ্গে। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে পানি নেওয়ার চেষ্টা করে উভয় পক্ষ। এ ঘটনায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে গোলজার আলীর ছেলে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে আমিনার শরীরের বেশ কিছু স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্তের কাজ চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top