সকল মেনু

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, বন্ধ যানচলাচল

হটনিউজ ডেস্ক:

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১০টি বিভাগীয় শহরে আজ (৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার দুপুর ২ টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার এক ঘণ্টা আগেই দুপুর একটা নাগাদ সেখানে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। লোকে-লোকারণ্য হয়ে গেছে নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top