সকল মেনু

হেফাজত নেতা মুফতি ওয়াক্কাস দুই দিনের রিমান্ডে

  আদালত প্রতিবেদক:  রাজধানীর পল্টন থানার একটি মামলায় হেফাজত ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন download (3)আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান আসামিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। এসময় আসামির আইনজীবী সারাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এই আদেশ দেন। গত ৫ মে হেফাজতের মহাসমাবেশে আসামি ওয়াক্কাসের নির্দেশে জামায়াত-শিবির, হেফাজতের কর্মীরা পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়। এর আগে পৃথক পাঁচ মামলায় ওয়াক্কাসকে পনের দিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছিল আদালত। মুফতি ওয়াক্কাসকে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে গত ২ সেপ্টেম্বর গ্রেফতার করে ডিবি পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top