সকল মেনু

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন ২৭ ফেব্রুয়ারি

হটনিউজ ডেস্ক:

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিয়েরো আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এফবিসিসিআই নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ওই দিনে ফরেন অফিস কনসাল্টেশন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ে দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

মুখপাত্র জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের সময় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাসের উপ-মিশনপ্রধান বর্তমানে ঢাকা সফর করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top