সকল মেনু

শাহজালাল বিমানবন্দর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

হটনিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসচালক মো. হারুনুর রশীদকে আটক করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটে বেশকিছু স্বর্ণের বার আসবে। বারগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের বহনের জন্য নির্ধারিত বাসের মাধ্যমে চোরাচালান হবে। খবর পেয়ে কাস্টম হাউজের একটি দল বিমানবন্দরে নজরদারির পর স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

তিনি বলেন, ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে সতর্ক অবস্থান নেন কাস্টম কর্মকর্তারা। পরে ফ্লাইটের যাত্রী ও বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ইউএস বাংলার যাত্রী বহনকারী বাস থেকে টেপে মোড়ানো চারটি প্যাকেটে থাকা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top