সকল মেনু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই ধরনের মূল্যবোধে বিশ্বাস করে : পররাষ্ট্রমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র যে ধরনের মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করে, আমরাও একই ধরনের মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে, আমরাও করি। আমাদের মধ্যে গ্যাপ বা দুর্বলতা থাকতে পারে, কিন্তু বন্ধু হিসেবে তারা সেটি আমাদের বললে, আমাদের জন্য লাভ। ইতোমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছি।

তিনি বলেন, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তাদের বক্তব্য ছিল। পরে সেটিতে কিছু দুর্বলতা আছে বুঝতে পেরে আমরা তা সংশোধন করেছি।

মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিনিয়োগ, বাণিজ্য ও নিরাপত্তার বিষয় রয়েছে। আমরা একসঙ্গে শান্তিরক্ষী ও জলবায়ু পরিবর্তনসহ অনেক বিষয়ে কাজ করি। তারা আমাদেরকে সমুদ্র নিরাপত্তায় সাহায্য করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গঠনমূলক আলোচনা বাড়ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top