সকল মেনু

ইউক্রেনের ৬ শতাধিক সেনা হত্যার দাবি রাশিয়ার

হটনিউজ ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর অস্থায়ী ব্যারাকে রকেট হামলা চালিয়ে দেশটির ছয় শতাধিক সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। রোববার (৮ জানুয়ারি) ক্রামাতোরস্ক শহরে দুটি ভবনে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে মস্কোর এ দাবিকে প্রত্যাখান করেছে কিয়েভ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্কে অস্থায়ীভাবে নির্মিত দুটি পৃথক ভবনে রকেট হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে।

এতে আরও বলা হয়, চলতি বছরের শুরুতে দোনেৎস্ক অঞ্চলের মাকিভকা শহরের রাশিয়ান ব্যারাকে ইউক্রেনের সামরিক বাহিনীর হামলার প্রতিশোধে ক্রামাতোরস্কের হামলা চালানো হয়েছে। ইউক্রেনের ওই হামলায় কমপক্ষে ৮৯ জন রুশ সেনার প্রাণহানি ঘটেছিল।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবির ব্যাপারে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি।

অন্যদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রকেট হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনা হত্যার রুশ দাবি প্রত্যাখান করেছে কিয়েভ।

ইউক্রেন বলছে, রাশিয়ার দাবি সঠিক নয়। ইউক্রেনীয় সেনাবাহিনীর এক মুখপাত্র সেরহি চেরেভাটি বলেন, রুশ প্রপাগান্ডার এটি আরেকটি মিথ্যাচার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top