সকল মেনু

ঘোষণার পরদিনই ১১ ‘জঙ্গি’ নিহত পাকিস্তানে!

হটনিউজ ডেস্ক:

পাকিস্তানে সন্ত্রাসী হামলা ঠেকানোর আগাম পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই দেশটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ ‘জঙ্গি’ নিহত হয়েছে, নিহতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডার এবং আত্মঘাতী ‘জঙ্গি’ও রয়েছে, গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এ অভিযান চালানো হয়,

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওয়ানা শহরে টিটিপি জঙ্গিদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী

এতে টিটিপি কমান্ডার হাফিজুল্লাহ ও দুই সম্ভাব্য আত্মঘাতী বোমারুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে,
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর আন্ত বাহিনী জনসংযোগ (আইএসপিআর) বলেছে, ‘বড় ধরনের একটি সন্ত্রাসী কর্মকাণ্ড নস্যাৎ করা হয়েছে’ এই অভিযানে,

ওই বিবৃতিতে আরো বলা হয়, ব্যাপক গোলাগুলি চলাকালে সন্ত্রাসবাদী কমান্ডার হাফিজুল্লাহ (৪০) ওরফে টোর হাফিজ ও দুই আত্মঘাতী বোমারুসহ ১১ জঙ্গি নিহত হয়, এ সময় নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে

এ ছাড়া পাকিস্তানের লক্কি মারওয়াত এবং ডেরা ইসমাইল এলাকায় পুলিশকে লক্ষ্য করে চালানো পৃথক দুটি হামলায় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন,

ডেরা ইসমাইল খানে পোলিও টিকা টিমের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের একটি দলের ওপর জঙ্গিদের হামলায় পুলিশ সদস্যরা আহত হন, তবে তাদের কারও অবস্থা সংকটজনক নয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা,

লাক্কি মারওয়াতে পোলিও টিকার কর্মীদের ওপর চালানো একই ধরনের পৃথক আরেকটি হামলায় পুলিশের এক রক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে

সূত্র : দ্য ডন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top