সকল মেনু

মোবাইল নিয়ে তর্ক, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

হটনিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মোবাইল ব্যবহার নিয়ে তর্কের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ক্যাম্প এরিয়ার ভেতর আদিবাড়ি হওয়ায় তারা ক্যাম্প-১৩ এর ডি ব্লক এলাকায় বাস করেন। সেখানেই এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার ফরিদুল আলমের ছেলে নুর হোসেন (১৮) ও অভিযুক্ত ব্যক্তি তার ছোট ভাই।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা আশ্রয়শিবির গড়ে ওঠার আগে থেকেই তাজনিমার খোলায় স্থানীয়দের বসতি ছিল। রোহিঙ্গা ঢলের পর আশ্রয়শিবির গড়ে উঠলে স্থানীয়দের বসতিও ক্যাম্প এরিয়ার ভেতর পড়ে যায়। এখনও অনেক বাংলাদেশি পরিবার সেখানে অবস্থান করছে। নিহত নুর হোসেন বাংলাদেশি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মোবাইল ব্যবহার নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাই নুর হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোট ভাই। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে ছোট ছেলের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top