সকল মেনু

বগুড়ায় পুকুর খনন করায় লাখ টাকা জরিমানা

হটনিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে মতিউর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান বগুড়ার শাহাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামের মমতাজুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মতিউর রহমান নামে ওই ব্যক্তি তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে উপজেলার কুসুম্বী গ্রামে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মতিউর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি কাটার মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top