সকল মেনু

বিএনপির জোট সাপের মতো চামড়া বাদলায়: তথ্যমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

বিএনপির জোট কিছু দিন পর পর সাপের মতো চামড়া বাদলায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমনকি বিএনপির ৩৩ দলের জোটের মধ্যে ৩০ দল খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য ও সন্দেহ প্রকাশ করেন।

হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির জোট কিছু দিন পর পর সাপের মতো চামড়া বাদলায়।

সাপ যেমন কিছু দিন পরপর চামড়া বদলায়, বিএনপিরও একই দশা। কোনো সময় ২০ দল হয়, কোনো সময় ২৪ দল হয়, আবার ১২ দল হয়। এখন বলছে ৩৩ দল। ’
বিএনপি জোটের কথা টেনে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘৩৩ দলের মধ্যে ৩০ দল খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। হাতেগোনা কয়েকটি দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্ব দল। ’

বিএনপির গণমিছিল নিয়ে তিনি বলেন, ‘তাদের জন্য মানুষ আজ আতংকিত। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা। কেউ যাতে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব। ’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে বিএনপি যেন কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে না পারে সে জন্য সকাল থেকেই ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন নেতা-কর্মীরা। সহিংসতার আশঙ্কায় সেখানে সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top