সকল মেনু

কলাপাড়ায় পাউবোর অফিসের সামনেমানব বন্ধন ,স্মারকলিপি পেশ

kalapara-02 (06-10-13) 01Foc  নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৬ অক্টোবর :  বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে লালুয়া ইউনিয়নের ১৩ গ্রামের সহ¯্রাধিক নারী-পুরুষ পানি উন্নয়ন বোর্ড কলাপাড়াস্থ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিসের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার দুপুরে মানব বন্ধন শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নজরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। লালুয়া ইউনিয়ন পরিষদ, গণ গবেষণা দল, কৃষক মৈত্রী ও উপকূলীয় জনকল্যাণ সংঘের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন পূর্ববর্তী কলাপাড়া প্রেসক্লাবে বিষয়ের উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোসাম্মৎ হাওয়া বেগম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা, উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ এর ডেপুটি টিম লিডার আ.ম নাসির উদ্দিন, আভাস এর পিডি আক্তার হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সংবাদকর্মী মেজবাহউদ্দিন মাননু, ইউপি মেম্বার মজিবর রহমান, কলাপাড়া উপজেলা কৃষক মৈত্রীর সভাপতি আলাউদ্দিন শিকদার, উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, প্রমুখ। বক্তারা লালুয়ার ৪৭/৫ নম্বর পোল্ডারের সম্পুর্ণ বিধ্বস্ত অন্তত চার কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত মেরামত করে তাদের আমন ফসলসহ বাড়িঘর রক্ষার দাবি জানান। তারা জানান, নইলে লালুয়ার সহ¯্রাধিক পরিবারের অন্তত সাত হাজার মানুষের জীবন বিপন্নের আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top