সকল মেনু

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ গ্রেপ্তার তরুণ

হটনিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী লোকাল বাসে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরী রাস্তার মাথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

গ্রেপ্তার তরুণের নাম মো. জাবেদ (২২)। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নে। বাবার নাম মো. ইব্রাহিম।

তাঁর সঙ্গে কাপড়চোপড়ের যে ব্যাগ ছিল, সেটি তল্লাশি করে যাত্রীদের সম্মুখে অস্ত্র ও তাজা গুলিগুলো উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জাবেদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও সাতটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আসাদুজ্জামান আরও বলেন, সীতাকুণ্ডগামী একটি লোকাল বাসে চড়ে চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে সন্দ্বীপের উড়িরচরে যাচ্ছিলেন জাবেদ। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসটিতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় তাঁর সঙ্গে কাপড়চোপড়ের যে ব্যাগ ছিল, সেটি তল্লাশি করে যাত্রীদের সম্মুখে অস্ত্র ও তাজা গুলিগুলো উদ্ধার করা হয়। তাঁর কাছে অস্ত্র কোথা থেকে এল, সেই অস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিলেন, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও অস্ত্র থাকলে প্রয়োজনে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top