সকল মেনু

বিগব্যাশে ১৫ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড

হটনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার ক্রিকেটে লজ্জার এক দিন কাটালো বিগব্যাশ লিগের দল সিডনি থান্ডার। অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ড্যানিয়েল স্যামসের মতো বিশ্বখ্যাত ক্রিকেটারদের নিয়ে দল গড়েও টি-টোয়েন্টিতে মাত্র ১৫ রানে অলআউট হয়ে গেছে দলটি। যার ফলে ইতিহাসের পাতায় লজ্জার এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে লিগের ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়নরা।

চলতি বিগব্যাশের পঞ্চম ম্যাচে শুক্রবার (১৬ ডিসেম্বর) সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে ঘটেছে এই ঘটনা। যেখানে স্ট্রাইকার্সের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই মাত্র ১৫ রানে অলআউট হয়ে গেছে সিডনি থান্ডার।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বনিম্ন সংগ্রহের রেকর্ডটি এতদিন ছিল তুরস্কের দখলে। গত ২০১৯ সালে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচে মাত্র ২১ রানে অলআউট হয়ে লজ্জায় পড়েছিল তুরস্ক। এবার তাদের সেই লজ্জা নিজেদের কাঁধে নিয়ে নিলো অস্ট্রেলিয়ান দলটি।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছিল অ্যাডিলেইড স্ট্রাইকার্স। দলের পক্ষে ক্রিস লিন ৩৬ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৩৩ রানের ইনিংস খেলেন। বোলিংয়ে সিডনির হয়ে আফগান পেসার ফজলহক ফারুকি ৩টি উইকেট নেন।

জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৫.৫ ওভারেই ১৫ রানে গুঁটিয়ে যায় সিডনি থান্ডার। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ইনিংসের একমাত্র বাউন্ডার হাঁকিয়ে সর্বোচ্চ ৪ রানের ইনিংস খেলেন দশ নম্বর ব্যাটার ব্রেন্ডন ডগেটের। পাঁচ ব্যাটার তাদের রানের খাতাই খুলতে ব্যর্থ হন।

বোলিংয়ে অ্যাডিলেইডের ডানহাতি পেসার হেনরি থর্নটন আগুন ঝরান। তিনি ২ ওভার ৫ বল হাত ঘুরিয়ে মাত্র ৩ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। আরেক পেসার ওয়েস অ্যাগার ২ ওভারে ৬ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট। বাকি উইকেটটি পান স্পিনার ম্যাথু শর্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top