সকল মেনু

বন্দুকধারীর গুলিতে ইতালীয় প্রধানমন্ত্রীর বান্ধবী নিহত

হটনিউজ ডেস্ক:

রোমের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা ফিদেনার একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত তিন নারীর মধ্যে একজন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর মেলোনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, যা নিকোলেটা গোলিসানোর সঙ্গে নিজের একটি সাম্প্রতিক ছবি ছিল। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।

পুলিশ এখনো এ ঘটনার কোনো সূত্র উদঘাটন করতে পারেনি। মেলোনির পোস্ট থেকে ঘটনাটিকে রাজনৈতিক বলেও মনে হয়নি।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তি যে শুটিং রেঞ্জ থেকে হামলায় ব্যবহৃত বন্দুকটি নিয়েছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে এটি তদন্তের অধীনে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থা আনসা জানায়, ওই ব্যক্তি বৈঠকে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। তারপর চিৎকার করে বলতে থাকে, ‘আমি তোমাদের সবাইকে খুন করব।’ তারপরই সে গুলি করতে শুরু করে।

এ ঘটনায় আরও চার ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা যায়। ঘটনার অপর এক প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্ত একজন স্থানীয় ব্যক্তি, যিনি বাসিন্দাদের সমিতির সঙ্গে বেশ কয়েকটি বিরোধে লিপ্ত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top