সকল মেনু

সমালোচনায় বিদ্ধ সেই রেফারিকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা

হটনিউজ ডেস্ক:

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতার পর আর্জেন্টিনার প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসির সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ম্যাচ পরিচালনাকারী রেফারি আন্তোনিও মাতেউ লাহোজ।

মেসির মন্তব্য ছিল, “ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।”

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সেই মন্তব্য ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা গুরুত্বের সঙ্গে নিয়েছে- এটা এখন বলাই যায়। কেননা, কাতার বিশ্বকাপে আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন না রেফারি লাহোজ। তাকে ইতোমধ্যেই বিশ্বকাপের আসর থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা।
উল্লেখ্য, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি লাহোজ দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড। সূত্র: ডেইলি মেইল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top