সকল মেনু

বিএনপি নেতাদের পদত্যাগে সংসদের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

সরকার পতন ঘটাতে এসে বিএনপি নেতারা নিজেরাই পদত্যাগ করলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১১ ডিসেম্বর) সচিবালয়ে বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘তাদের পদত্যাগে সংসদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি তাদেই হবে।

নিয়ম অনুযায়ী ওই আসনগুলোতে উপনির্বাচন হবে। বিএনপি সংসদে কথা বলার সুযোগ হারাবে। ’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চাই। তারা নিজেদের জায়গায় স্থির থাকে না। কয়েকদিন পর তারা তাদের দাবি ভুলে যাবে। তাদের দাবি দুরভিসন্ধিমূলক। ’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ না নিয়ে যেমন বিএনপির ক্ষতি হয়েছে। এই পদত্যাগের মাধ্যমে বিএনপিরই ক্ষতি হবে। ’

উল্লেখ্য, রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য। এ সময় সংসদ সদস্য রুমিন ফারহানা গণতন্ত্রের প্রতি বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দলের এমপিদেরও পদত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপির ১০ দফা দাবির মধ্যে রয়েছে সংসদ ভেঙে দেওয়া, এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই পদত্যাগ। বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে এই পদত্যাগ। ’

পদত্যাগপত্র জামা দেওয়া উপস্থিত অন্যরা হলেন বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম ও ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা। অসুস্থ থাকায় উকিল আবদুস সাত্তার ও বিদেশে থাকায় হারুনুর রশিদ সশরীরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন হুইপ রুমিন ফারহানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top