সকল মেনু

কক্সবাজারে পাহাড়ের মাটি চাপা পড়ে নারীসহ নিহত ৪

হটনিউজ ডেস্ক:

কক্সবাজারের রামুতে পাহাড়ের মাটি চাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ ৪জন নিহত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধ্বসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার গৃহকর্তা আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) শাশুড়ি দিল ফরাজ বেগম (৭০) ও নাসিমা বেগম (২৫)।

রামুর কাউয়ারকুপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে নিহত পরিবার খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধ্বস হয়। এসময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন।

রামু সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে উঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। একারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top