সকল মেনু

জার্সি অবমাননার অভিযোগ, মেসির পক্ষে ব্রাজিলিয়ান ফুটবলার!

হটনিউজ ডেস্ক:

মেক্সিকোর জার্সি অবমাননা করেছেন লিওনেল মেসি। মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজের এমন অভিযোগ এনে টুইটে সেই ঘটনার সমালোচনা করার পরই শুরু হয় বিতর্ক। মেসি এ নিয়ে কোনো কথা না বললেও তার সাবেক সতীর্থ স্ট্রাইকার সার্জিও আগুয়েরো আলভারেজ সেই পাল্টা জবাব দিয়েছেন।

তবে বিতর্ক থামেনি। চলছে কথার লড়াই। এবার ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো বললেন, ‘আলভারেজ ফুটবলের কিছু বোঝে না।’

মেক্সিকোকে হারানোর পর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মেসিদের ড্রেসিংরুমে জয় উদযাপনের ভিডিও প্রকাশ করে।
সেই ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে গানে মগ্ন আর্জেন্টিনা। মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার সময় সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন তিনি।

আলভারেজ এরপর কয়েকটি টুইটে মেসির সমালোচনা করেন, ‘আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?’ আরেকটি টুইটে লিখেছেন, ‘আমার সামনে যেন তাকে (মেসি) পড়তে না হয়, সে জন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।’

ব্রাজিলের হয়ে ২০১০ বিশ্বকাপে খেলা সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলোও চুপ থাকতে পারেননি এবার। টিএনটি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘বক্সিং পছন্দ করায় ক্যানেলোকে শ্রদ্ধা করতাম। কিন্তু সে ফুটবলের কিছু বোঝে না, তাই চুপ থাকা উচিত। সম্মান দেওয়ায় মেসির চেয়ে ভালো কেউ নেই, কোনো দলেই নেই। তার বিপক্ষে অনেকবারই খেলেছি, প্রতিবারই তার কাছ থেকে সম্মান পেয়েছি। যে লোক মুখ খুলে আজেবাজে কথা বলে, তার (মেসি) সেসব কথার উত্তর দেওয়ার দরকার নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top