সকল মেনু

নোয়াখালী ফেনী মহাসড়ক অবরোধ-বিক্ষোভ মাদক ব্যবসা বন্ধের দাবি

shorok oborodh_4 কামাল হোসেন মসুদ, নোয়াখালী প্রতিনিধি:  মাদকের ব্যবসা বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দী বাজারে ফেনীÑনোয়াখালী মহাসড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে। অবরোধের কারণে সড়কের দুইদিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়ে। পরে খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আস্বাস দিলে জনতা শান্ত হয়ে অবরোধ তুলে নেয়। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কল্যান্দী বাজার এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকের ব্যবসা ও মাদককাসক্তের সংখ্যা আশংকাজনকহারে বেড়ে যায়। মাদক সহজলব্য হওয়ায় এলাকার তরুন ও যুবকেরা মাদকাসক্ত হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে কল্যান্দী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে বিকেল পৌনে পাঁচটার দিকে কল্যান্দী বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। জনতা এসময় মাদকের ব্যবসা বন্ধ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।খবর পেয়ে সেনবাগ থানার ওসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আস্বাস দিলে অবরোধকারীরা শান্ত হয়। জানতে চাইলে ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া জানান, স্থানীদের দাবির প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের আস্বাস দেওয়ার পর তাঁরা অবরোধ তুলে নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top