সকল মেনু

ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে গেল আর্জেন্টিনা, বিশ্বরেকর্ড আর কত দূর?

হটনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল আর্জেন্টিনা। বুধবার আবুধাবিতে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়েছে মেসিবাহিনী। এই জয়ের ফলে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল আলবিসেলেস্তেরা।

ম্যাচের প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

১৭ মিনিটে লিওনেল মেসির কাছ থেকে পাওয়া বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। স্বাগতিকদের চেপে ধরে ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। তৃতীয় গোলও এসেছে দি মারিয়ার পা থেকে। ৪৪ মিনিটে গোলের দেখা পান লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের গোলে সহায়তা করেন দি মারিয়া। যদিও দ্বিতীয়ার্ধে এক গোলের বেশি করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে পঞ্চম গোলটি করেন হুয়াকিন কোরেয়া।
টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আছে ব্রাজিল ও স্পেনের। বুধবারের জয়ে তাদেরকে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। টানা অপরাজিত থাকার রেকর্ডটি ইতালির দখলে। ২০১৮-২০২১ সালে টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল ইতালি। আগামী দুই ম্যাচে অপরাজিত থাকলেই আর্জেন্টিনা ভেঙে দেবে ইতালির বিশ্বরেকর্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top