সকল মেনু

কেন দুঃখ প্রকাশ করলেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক

হটনিউজ ডেস্ক:

প্রতিদিনই টুইটার বিষয়ক খবরের শিরোনাম হচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এবার তিনি টুইটারের গতির জন্য ক্ষমা চেয়েছেন। ইলন মাস্ক জানিয়েছেন, ‌‘বহু দেশে টুইটার সুপার স্লো। আমি সে জন্য ক্ষমা চাই’। বিষয়টি সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

নানা টালবাহানার পর সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। এরপর টুইটারের সংস্কারে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কিছু পদক্ষেপ সমালোচনার মুখেও পড়েছে। তবে ইলন মাস্কের দাবি, টুইটার সঠিক পথেই এগিয়ে চলছে।

টুইটার ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক সেবা চালু করে বিপাকে পড়ে তা বন্ধ করে দেন ইলন মাস্ক। কারণ তাতে বহু ভুয়া অ্যাকাউন্ট থেকে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এ জন্য নতুন ফিচার আনার ঘোষণাও দিয়েছেন স্পেসএক্স ও টেসলার নির্বাহী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top