সকল মেনু

কাপ্তাই হ্রদে ভাসছিল নিখোঁজ দু’জনের মরদেহ

হটনিউজ ডেস্ক:

রাঙামাটির লংগদু উপজেলায় বালুভর্তি বোট (ইঞ্জিনচালি নৌকা) ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে মরদেহ দুইটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

উদ্ধার দু’জন হলেন- রিটন ও এলোমিনা চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে লংগদু উপজেলার কাট্টলী এলাকায় জেলেদের জালে কলেজশিক্ষার্থী রিটনের মরদেহটি ভেসে ওঠে। পরে রোববার সকাল ৬টার দিকে একইস্থানে ভেসে উঠে এলোমিনা চাকমার মরদেহ।

লংগদু থানার ভারপ্রদপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

গত ৪ নভেম্বর দুপুরে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোট ও রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোটকে ধাক্কা দেয়। এতে স্পিডবোটের দুইযাত্রী হ্রদে পড়ে ডুবে যান এবং সাতজন যাত্রী আহত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top