সকল মেনু

শ্রীলঙ্কার লক্ষ্য ১৪৫

হটনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

ব্যাট হাতে আফগানদের পক্ষে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেছেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

অপর ওপেনার উসমান গনি করেছেন ২৭ রান। এছাড়া ইব্রাহিম জাদরান ২২, নজিবুল্লাহ জাদরান ১৮ ও মোহাম্মদন নবি ১৩ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। দুই উইকেট পেয়েছেন লাহিরু কুমারা।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, উসমান গনি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ও ফজলহক ফারুকী।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মধুশান, মহেস থিকশানা, লাহিরু কুমরা ও কাসুন রাজিথা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top