সকল মেনু

রুসো ঝড়ে বাংলাদেশের টার্গেট ২০৬ রান

হটনিউজ ডেস্ক:

টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বল হাতে শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগারদের। বল হাতে শুরুটা দুর্দান্ত হলেও কুইন্টন ডি কক ও রাইলি রুসোর আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। ডি কক হাফ সেঞ্চুরি ও রুসো সেঞ্চুরি করে থামেন। বাংলাদেশের বিপক্ষে ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান।

১৯তম ওভারে থামে রাইলি রুসোর দুর্দান্ত ইনিংস। ৫৬ বলে ৭ চার ও ৮ ছয়ে ১০৯ রান করে লিটন দাসের ক্যাচ হলেন তিনি।

রাইলি রুসো শুরু থেকে চড়াও হন। ৩০ বলে হাফ সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যান আর ২২ বল খেলে শতকে পৌঁছান। ১৭তম ওভারে ৫২ বলে সাতটি করে চার ও ছয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি মারলেন তিনি। এর আগে ৪ অক্টোবর ইন্দোরে ভারতের বিপক্ষে একশর দেখা পেয়েছিলেন রুসো।

বিস্তারিত আসছে…

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top