সকল মেনু

মানুষের কল্যাণেই রিজার্ভের টাকা ব্যয় হচ্ছে: প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অনেকের প্রশ্ন থাকতে পারে রিজার্ভের টাকা কোথায় গেছে। আমি বলতে চাই, রিজার্ভের টাকা গেছে পায়রা বন্দরে, খাদ্য কেনায়, মানুষের উন্নয়নে। মানুষের কাজেই গেছে রিজার্ভের টাকা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পায়রা বন্দরের উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালিভাবে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘এখন পর্যন্ত ২৬০টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে এসেছে। এর থেকে ৬১৩ কোটি টাকা রাজস্ব আয় করা হয়েছে। ’

পায়রা বন্দরের কথা টেনে সরকার প্রধান বলেন, ‘এটির পরিকল্পনায় অনেক বাধা এসেছে। আমারে নিজের মধ্যেও অনেক বাধা ছিল। আমি নিজে এসব অঞ্চল অনেক ঘুরেছি। স্পিড বোটে করে এ অঞ্চল ও বিভিন্ন চরে ঘুরেছি। বাধা সত্ত্বেও আমরা করে দেখিয়েছি। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top