সকল মেনু

দেখে নিন সুপার ১২’র চূড়ান্ত দল ও বাংলাদেশের ম্যাচ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

হটনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আগের দিন সুপার ১২-এ উঠেছিল এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও সহযোগী দেশ নেদারল্যান্ডস। আর আজ তাদের সঙ্গী হিসেবে জায়গা পাকাপাকি করেছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েও।

শনিবার (২২ অক্টোবর) অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা।

এক নজরে বিশ্বকাপের সুপার ১২’র গ্রুপ

গ্রুপ ১ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

গ্রুপ ২ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

সুপার ১২’এ বাংলাদেশের ম্যাচের সময়সূচি:

প্রথম ম্যাচ : বাংলাদেশ-নেদারল্যান্ডস, ২৪ অক্টোবর, হোবার্ট, বাংলাদেশ সময় সকাল ১০টা

দ্বিতীয় ম্যাচ : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর, সিডনি, বাংলাদেশ সময় সকাল ৯টা

তৃতীয় ম্যাচ : বাংলাদেশ-জিম্বাবুয়ে, ৩০ অক্টোবর, ব্রিসবেন, বাংলাদেশ সময় সকাল ৯টা

চতুর্থ ম্যাচ : বাংলাদেশ-ভারত, ২ নভেম্বর, অ্যাডিলেড, বাংলাদেশ সময় দুপুর ২টা

পঞ্চম ম্যাচ : বাংলাদেশ-পাকিস্তান, ৬ নভেম্বর, অ্যাডিলেড, বাংলাদেশ সময় সকাল ১০টা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top