সকল মেনু

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু

হটনিউজ ডেস্ক:

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ৯ দিন পর নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টায় এ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে সকালে বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকাল ৩টায় ইউনিটটি চালু করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

তিনি বলেন, ৯ দিন বন্ধ থাকার পর বুধবার রাত ১০টার দিকে এ ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ৫ নম্বর ইউনিটটির যান্ত্রিক সমস্যা সমাধান করায় বিদ্যুৎকেন্দ্র ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলো।

আবু বক্কর ছিদ্দিক বলেন, মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

প্রধান প্রকৌশলী জানান, সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় আবারও বন্ধ হয়ে যায় উৎপাদন। এর পর গত ৯ দিন ধরে ইউনিটটির সেফটি বাল্ব মেরামতের কাজ শেষ করে বুধবার রাত থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top