সকল মেনু

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত ৮

হটনিউজ ডেস্ক:

মিয়ানমারের একটি কারাগারে বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন। বুধবার (১৯ অক্টোবর) সকালে দেশটির ইয়াঙ্গুন অঞ্চলের ইনসেইন কারাগারের প্রবেশপথে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

নিহত আটজনের মধ্যে তিনজন কারাগারের কর্মী এবং পাঁচজন দর্শনার্থী।

বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের জন্য কারাগারটি ‘কুখ্যাত’ বলে জানা গেছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

ইনসেইন কারাগারটিতে প্রায় ১০ হাজার কারাবন্দি রয়েছেন। গত বছরের সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রকামী হাজার হাজার রাজনৈতিক কর্মীকে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য ক্ষমত দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে দেশটিতে জান্তা সরকারের শাসন চলছে। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top