সকল মেনু

যুবকের শরীরে বিশেষ কায়দায় ‍লুকানো ১০৬টি স্বর্ণের বার উদ্ধার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

যশোরের ঝিকরগাছা উপজেলার ভারত-সীমান্তবর্তী গ্রাম ব্যাঙদাহ থেকে ১০ কোটি টাকার স্বর্ণসহ সাজু আহম্মেদ (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার ভারত-সীমান্তবর্তী গ্রাম ব্যাঙদাহ থেকে তাকে আটক করে বিজিবি।

আটক সাজু আহম্মেদ চৌগাছা উপজেলার বড়কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
যশোরস্থ ৪৯ বিজিবি থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর একটার দিকে ব্যাঙদাহ বাঁশতলার মোড়ে বাইসাইকেল আরোহী সাজু আহম্মেদ নামে এক যুবককে গতিরোধ করেন ৪৯ বিজিবি’র হাবিলদার মো. নুর আলম মিয়া ও তার সহকারীরা। পরে সাজু আহম্মেদের শরীর তল্লাশি করে ১০৬টি স্বর্ণের বার উদ্ধার হয়, যার ওজন সাড়ে ১২ কেজি। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দার এসব স্বর্ণের বারগুলো লুকানো ছিল। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার হওয়া স্বর্ণসহ আটক সাজু আহম্মেদকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে যশোর বিজিবি’র পক্ষ থেকে জানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top