সকল মেনু

শান্তিতে নোবেল পেলেন আলেস বেলিয়াস্কি ও দুই সংগঠন

হটনিউজ ডেস্ক:

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন একজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান। ব্যক্তি হলেন বেলারুশের অ্যালেস বিয়ালিয়াতস্কি যিনি বেলারুশের মানবাধিকারকর্মী। আর দুই প্রতিষ্ঠান হলো- রাশিয়ার মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’ এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন ‘সেন্ট্রার ফর সিভিল লিবারর্টিস।

নোবেল কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘বিজয়ীরা শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য তুলে ধরেছে। তারা ক্ষমতার সমালোচনা এবং নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষার গুরুত্ব প্রদর্শন করেছে।’

বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারে ঘটনা নথিভুক্ত করার জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের প্রশংসা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top