সকল মেনু

পাহাড় ধসে সাজেক সড়ক বন্ধ, পর্যটকদের শত শত গাড়ি আটকা

হটনিউজ ডেস্ক:

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় প্রচুর বৃষ্টিপাতে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাহাড়ধসের কারণে দু’পাশে আটকা পড়েছে পর্যটকবাহী শত শত গাড়ি। সাজেক থেকে ফেরার পথের পর্যটকদের গাড়িগুলো নিরাপত্তা বাহিনী নিরাপদে মাচালং এলাকায় সরিয়ে নিয়েছে।

আর সাজেকগামী পর্যটকদের গাড়িগুলো আটকে রাখা হচ্ছে বাঘাইহাট এলাকায়।

অবশ্য সকাল থেকেই সড়ক থেকে ধসে পড়া পাহাড়ের মাটি অপসারণে কাজ করছে সেনাবাহিনী।
বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির মামুন চৌধুরী পিএসসি জানান, সকাল ৯টা থেকে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পর্যটকরা যেন তাদের গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য করা করা হচ্ছে। আরো কিছু সময় লাগবে কাজ সারতে। আশা করছি দ্রুতই রাস্তাটি চলাচলের উপযোগী হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top