সকল মেনু

অটোরিকশাকে চাপা দিয়ে সবজির হাটে কার্ভাডভ্যান, পথচারীসহ নিহত ৪

হটনিউজ ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় অটোরিকশাকে চাপা দিয়ে সবজির হাটে উঠে পড়ে মালবাহী কার্ভাডভ্যান। এতে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ রবিবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সিমান্তবর্তী এলাকা রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর দুর্ঘটনারোধে সবজি হাট মহাসড়ক থেকে সরানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। নিহতদের দুইজন হলেন রায়পুরা এলাকার সিদ্দিক আবুল কালাম ও বেলাবো এলাকার সিদ্দিক।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে উঠে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটের এক পথযাত্রী নিহত হন। আহত অবস্থায় একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
ভৌরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top