হটনিউজ ডেস্ক:
রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (১ অক্টোবর) ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। পাইপ লাইনে জরুরি মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডা খিল বাড়িরটেক এলাকায় শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।