সকল মেনু

কাবুলে পরীক্ষা চলাকালে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৯

হটনিউজ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কাবুলের পশ্চিম দিকে ‘দাস্ত-ই-বার্চি’ এলাকার ‘কাজ এডুকেশন সেন্টারে’ এই বিস্ফোরণ ঘটে। সেখানে তখন পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক শিক্ষার্থী।

প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সংগঠনের পক্ষ থেকে এই বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top