হটনিউজ ডেস্ক:
ময়মনসিংহের আহম্মদ বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ঝড়ো বাতাসে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝোড়ো বাতাসে ওই এলাকার রেললাইনে একটি গাছ উপড়ে পড়ে। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, ইতোমধ্যে রেললাইন থেকে গাছ অপসারণের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর ও দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর স্টেশনে অপেক্ষমান আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।