হটনিউজ ডেস্ক:
মাঝেমধ্যে একটু ভারী খাবার খাওয়া যেতেই পারে। অনেকের পছন্দ খাসির মাংস। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে খাসির রেজালা রান্না করবেন।
খাসির মাংস সেদ্ধ করে একটু পানি ফেলে দেওয়া ভালো। তাতে চর্বিটা কেটে যায়। খাসির রেজালা মাঝেমধ্যে খাওয়া উচিত। কারণ, এতে প্রচুর ক্যালোরি। বেশি খেলে কোলেস্টেরল বেড়ে যাবে।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে খাসির রেজালা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক কেজি খাসির সেদ্ধ মাংস
২. এক কাপ টক দই
৩. পরিমাণমতো তেল
৪. এক কাপ পেঁয়াজ কুচি
৫. এক টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
৬. এক টেবিল চামচ এলাচ, জয়ফল, জয়ত্রী বাটা
৭. তিন টেবিল চামচ বাদাম বাটা
৮. এক চা চামচ রসুন বাটা
৯. এক চা চামচ আদা বাটা
১০. পরিমাণমতো পানি
১১. দুটি তেজপাতা
১২. তিনটি দারুচিনি
১৩. দুটি লবঙ্গ
১৪. তিন-চারটি এলাচ
১৫. স্বাদমতো লবণ
১৬. পরিমাণমতো পেঁয়াজ বেরেস্তা
১৭. এক টেবিল চামচ ঘি
১৮. তিনটি আস্ত শুকনো মরিচ
১৯. এক চা চামচ ফ্রেশ ক্রিম
২০. সামান্য পরিমাণ জাফরান
২১. ছয়-সাতটি কাঁচামরিচ
প্রস্তুত প্রণালি
প্রথমে বাটি খাসির মাংস সেদ্ধ ও টক দই দিয়ে মেরিনেট করুন। সসপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। অন্য একটি বাটিতে গরম মসলার গুঁড়ো, এলাচ, জয়ফল, জয়ত্রী বাটা, বাদাম বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে গুলিয়ে সসপ্যানে ঢেলে দিন।
এবার গোলমরিচ ও লবণ দিয়ে ঢেকে কষান। কষানো হলে মেরিনেট করা খাসির মাংস, পেঁয়াজ বেরেস্তা ও পানি দিয়ে ঢেকে সেদ্ধ করুন। ফ্রাইপ্যানে ঘি, তেল, শুকনো মরিচ ও পেঁয়াজ বেরেস্তা ভেজে সসপ্যানে ঢেলে দিন।
সবশেষে ফ্রেশ ক্রিম, জাফরান ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মুখরোচক খাসির রেজালা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।