হটনিউজ ডেস্ক:
যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে মায়ের মৃত্যুর ছয় মিনিট পরেই ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা জাহানারা বেগম (৮০) ও ছেলের আব্দুর রহিমকে (৬০) পাশাপাশি দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হানুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রহিমের ছেলে সোহেল রানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে তার দাদি জাহানারা বেগম মারা যান। পরে ঘরের বারান্দায় তার মরদেহ রাখা ছিল। তবে জাহানারা বেগম মৃত্যু শয্যায় থাকায় ছেলে আব্দুর রহিমও মঙ্গলবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন। এ জন্য তাকে ঘরে চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। পরে জাহানরা বেগমের মৃত্যুর খবর পাওয়া মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মাথায় আব্দুর রহিমও মারা গেছেন।
এ বিষয়ে উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে আব্দুর রহিমের মায়ের মৃত্যু হয়। পরে মায়ের শোকে স্ট্রোক করে কিছুক্ষণ পর ছেলেও মারা যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।