হটনিউজ ডেস্ক:
ফরিদপুর-২ নগরকান্দা-সালথা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
কমিশন সচিব বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। ’
তিনি জানান, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।
এছাড়া কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ইভিএম অপপ্রচার বন্ধে প্রচারণা চালাতে টিভিসি, মসজিদ মন্দির, সোশ্যাল মিডিয়া ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।