সকল মেনু

বাংলাদেশ-আমিরাতের ম্যাচ দেখবেন যেভাবে

হটনিউজ ডেস্ক:

আজ (২৫ সেপ্টেম্বর) থেকে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব দেশটির মুখোমুখি হচ্ছে টাইগাররা।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৪তম স্থানে থাকা আমিরাত এবার বাছাইপর্ব পেরোতে না পারায় খেলতে পারেনি এশিয়া কাপের মূল মঞ্চে। তবে এশিয়া কাপে না পারলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সু্যোগ থাকছে তাদের সামনে। তবে তার জন্য পেরোতে হবে বাছাইপর্ব।

সে লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। ফলে দুই দলেরই বিশ্বকাপের প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে থাকছে। বাংলাদেশ আমিরাতের বিপক্ষে সিরিজ খেলা ছাড়াও সেখানে নিজেদের অনুশীলন ক্যাম্পও চালু রাখবে।

বাংলাদেশ-আমিরাতের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশের টিভি চ্যানেল গাজী টিভির পর্দায়। বাংলাদেসগ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। টিভি ছাড়াও যে কেউ চাইলেই ডিজিটাল মাধ্যম র‍্যাবিটহোলবিডিতেও খেলা দেখতে পারবেন। তবে তার জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে তাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top