সকল মেনু

মেসির জোড়া গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

হটনিউজ ডেস্ক:

হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে সহজ জয় পেয়েছে মেসির দল আর্জেন্টিনা। শনিবার ভোরে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জয়ে হয়ে গেল রেকর্ডও। এর আগে ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা দল। এবার নিজেদের ছাড়িয়ে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর মধ্য দিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে এই জয়ে দু’টি গোল করার পাশাপাশি অপর গোলেও অবদান রয়েছে মেসির। খেলার ১৬ মিনিটে পাপু গোমেজের কাছে বল বাড়িয় দেন মেসি। তার কাছ থেকে বল পেয়ে ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনেজ।

পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোল করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির ৮৭তম গোল। এরপর খেলার ৬৯ মিনিটে এনজো ফার্নান্দেজ বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন লিও। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top