সকল মেনু

ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত

হটনিউজ ডেস্ক:

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ওই হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ‌জেলার রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার হোসেন (৩৫) ও খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫)।তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। আহত ব্যক্তির নাম- মকবুল আলী (৪০)।

স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে গাইবান্ধা থেকে তিনজন ব্যক্তি আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য ওই হাসপাতালের সামনে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তানভীরুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে থানায় নি‌য়ে আসা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top