হটনিউজ ডেস্ক:
রাজশাহীর চারঘাটে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে কামাল হোসেন (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের বথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেনের পিতার নাম জামাল হোসেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার ছোট ভাই আনারুল ইসলাম।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, দীর্ঘদিন ধরেই বড় ভাই কামাল হোসেনের সঙ্গে ছোট ভাই আনারুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনারুল ইসলাম হাঁসুয়া দিয়ে বড় ভাই কামাল হোসেনকে আঘাত করেন। এ সময় স্বজনরা আহত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনার পর আনারুল পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।