সকল মেনু

খিলগাঁওয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হটনিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্বামী আবুল হাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম খুকি বেগম (৪৫)।

জানা গেছে, সংবাদ পেয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব অন্যান্য স্বজদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

এসআই মো. আবু তালেব বলেন, এ ঘটনায় নিহতের স্বামী রিকশাচালক আবুল হাসেমকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে থানায় রয়েছেন। নিহত খুকি বাসা-বাড়িতে কাজ করতেন। তিন সন্তানের জননী ছিলেন। তিনি বলেন, গ্রেপ্তার আবুল হাসেমের একটু মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top