হটনিউজ ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জে রাহিদ হোসেন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামে ঘটে।
রাহিদ হোসেন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ধারাবহর গ্রামের মৃত সুবহান উদ্দিন বাহারের ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজ আহমদ বলেন, বাড়ির কাছের একটি গাছের (রেইনট্রি) ডালের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু বুঝা যাচ্ছে না।
তবে নিহতের বড় ভাই আমির হোসেনে দাবি, দুর্বৃত্তরা তার ভাইকে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গাছের ডালে যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনা সম্পর্কে এখনই বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।